ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি স্থগিত!

ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি স্থগিত!

ঢাকা, ৫ আগস্ট (জাস্ট নিউজ) : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি স্থগিত করে দিয়েছে বাস ওনার্স অ্যাসোসিয়েশন। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মাঝে রবিবার এই সিদ্ধান্ত জানিয়েছে সংগঠনটি। রবিবার সকাল থেকেই দূরপাল্লার বাসগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরুর কথা ছিল।

এ ব্যাপারে বাস মালিকরা গণমাধ্যমকে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা আজ অষ্টম দিনের মতো রাজপথে আন্দোলন করে চলছেন। ভাঙচুরের অজুহাতে গত এক সপ্তাহ ধরে রাজধানীর আভ্যন্তরীণ এবং দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকরা।

বাস মালিকরা বলছেন, এই পরিস্থিতির মধ্যে বাসের শিডিউলের কোনো ঠিক নেই। অনিয়মিতভাবে কিছু বাস রাতে চলাচল করছে। বাস চলাচল শুরু হওয়ার পর অগ্রিম টিকিট বিক্রির পরবর্তী দিনক্ষণ ঠিক করা হবে বলে তাদের বক্তব্য। পরিস্থিতি আগামীকাল ভালো হলে কালকেই অগ্রিম টিকিট দেওয়ার তারিখ ঘোষণা করা হবে বলেও মন্তব্য করেন এক বাস মালিক।

(জাস্ট নিউজ/একে/২০৪৯ঘ.)