চিকিৎসায় অবহেলার অভিযোগে সোহরাওয়ার্দীতে ভাংচুর

চিকিৎসায় অবহেলার অভিযোগে সোহরাওয়ার্দীতে ভাংচুর

ঢাকা, ৬ আগস্ট (জাস্ট নিউজ) : চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভাংচুর চালিয়েছেন রোগীর স্বজনেরা।

সোমবার বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পার্শ্ববর্তী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তার স্বজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেন। কিন্তু, সংশ্লিষ্ট চিকিৎসক রোগীর চিকিৎসার ক্ষেত্রে অবহেলা করেন।

এ নিয়ে সকালে রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের চিকিৎসকদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজনকে ডেকে এনে হাসপাতালের বাইরের অংশে ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ঘটনাস্থলে দায়িত্বরত শেরেবাংলা থানার এসআই রশিদ গণমাধ্যমকে জানান, রোগীর চিকিৎসা নিয়ে স্বজনদের সঙ্গে চিকিৎসকদের ঝামেলা হয়। পরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে হাসপাতালে ভাংচুর চালায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/১৩৩৪ঘ)