এবার জাবালে নূরের মালিকের স্বীকারোক্তি

এবার জাবালে নূরের মালিকের স্বীকারোক্তি

ঢাকা, ৯ আগস্ট (জাস্ট নিউজ) : চালকের পর এবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জাবালে নূর পরিবহনের অন্যতম মালিক মো. শাহাদাত হোসেন।

৭ দিনের পুলিশ রিমান্ড শেষে বাস মালিক শাহাদাতকে বৃহস্পতিবার ঢাকার হাকিম আদালতে নেওয়া হলে তিনিও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আদালত পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, জাবালে নূর কোম্পানির সভাপতি, ব্যবস্থাপনা পরিচালক ও উপ ব্যবস্থাপনা পরিচালকের সুপারিশে তিনি তার বাসটি মাসুম বিল্লাহকে চালাতে দিয়েছিলেন। মাসুমের ড্রাইভিং লাইসেন্স যাচাই করে দেখেননি তিনি।

বাসমালিক শাহাদাতের জবানবন্দি নেওয়ার পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম গোলাম নবী।

এর আগে বুধবার বাস চালক মাসুম বিল্লাহ ঢাকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে জিল্লুর রহমান ফ্লাইওভারের পাশে বাসে ওঠার অপেক্ষায় থাকা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একদল শিক্ষার্থীদের উপর জাবালে নূরের বাসটি উঠে গেলে নিহত হন দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজীব।

(জাস্ট নিউজ/একে/২০২৫ঘ.)