গাইবান্ধায় নৈশকোচ উল্টে হেলপারসহ নিহত ২

গাইবান্ধায় নৈশকোচ উল্টে হেলপারসহ নিহত ২

গাইবান্ধা, ১০ আগস্ট (জাস্ট নিউজ) : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে যাত্রীবাহী নৈশকোচ উল্টে হেলপারসহ ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটের আরভি কোল্ড স্টোর সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত সাইফুল মিয়ার (৪০) বাড়ি পঞ্চগড় জেলায়। সাইফুল মিয়া কোচের চালক ছিলেন। এছাড়া নিহত চাদনি আক্তার (১০) সরফরাজের মেয়ে। চাদনি তার মায়ের সঙ্গে সৈয়দপুরে খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী অপু এন্টারপ্রাইজ যাত্রীবাহী কোচ ধাপেরহাটের আরভি কোল্ডস্টোর এলাকায় একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে কোচটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এছাড়া দুর্ঘটনার কবলিত কোচটি উদ্ধার করা হয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/০৯৩৬ঘ.)