গুজব ছড়ানোর অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ গ্রেপ্তার ২

গুজব ছড়ানোর অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ গ্রেপ্তার ২

ঢাকা, ১৫ আগস্ট (জাস্ট নিউজ) : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টির অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন- আহমাদ হোসাইন এবং নাজমুস সাকিব। এদের মধ্যে সাকিব বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষার্থী। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ক্লাবের সভাপতি ছিলেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি রাজধানীর কামরাঙ্গীরচর এবং ফার্মগেটের রাজাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম বলেন, বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সিআইডি কর্মকর্তা মোল্লা নজরুল বলেন, পল্টন থানায় দায়ের করা আইসিটি আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের দু’জনের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে।

(জাস্ট নিউজ/এমআই/১৬৩০ঘ.)