ফেরি চলাচলে ধীরগতি, পাটুরিয়ায় গাড়ির দীর্ঘ সারি

ফেরি চলাচলে ধীরগতি, পাটুরিয়ায় গাড়ির দীর্ঘ সারি

ঢাকা, ২১ আগস্ট (জাস্ট নিউজ) : নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচলে ধীরগতি এবং গতরাতে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়ায় নৌরুট পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে অপেক্ষমান যানবাহনের সংখ্যা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত নৌরুট পারের অপেক্ষায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় চার শতাধিক যানবাহন অপেক্ষমান ছিল। অপেক্ষমান যানবাহনের মধ্যে যাত্রীবাহী বাস, ছোট গাড়ি এবং গরুবোঝাই ফেরত ট্রাকও রয়েছে।

পাটুরিয়া ফেরিঘাট থানা নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, ভোর থেকে নৌরুট পারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা ক্রমেই বাড়ছে। অতিরিক্ত গাড়ির চাপের কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে।

আমিনুল ইসলাম বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে। নদীতে প্রচণ্ড স্রোতে কারণে ফেরি চলাচলে ধীরগতি হওয়ায় নৌরুট পারাপারে সময় লাগছে বেশি। ফলে নৌরুট পারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা বাড়ছে।

(জাস্ট নিউজ/এমআই/৯৪০ঘ.)