পল্লবীতে পানির ট্যাংক বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ

পল্লবীতে পানির ট্যাংক বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ

ঢাকা, ২২ আগস্ট (জাস্ট নিউজ) : রাজধানীর মিরপুরের পল্লবীতে পানির ট্যাংক বিস্ফোরণে এক শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ আগস্ট) রাত ১০টা ২৫ মিনিটে পল্লবীর ই-ব্লকের ৪ নম্বর লাইন এলাকার মোশারফ হোসেন নামের এক ব্যক্তির ছয়তলা বাড়ির নিচতলার পানির রিজার্ভ ট্যাংকে এ বিস্ফোরণের ঘটে। পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) ইমরানুল ইসলাম এ খবর জানিয়েছেন।

দগ্ধরা হলেন– সুরত আলী (৬০), তার স্ত্রী বেদানা বেগম (৫০), ছেলে রাব্বি, তার স্ত্রী লাবনী, সুরত আলীর মেয়ে আলেয়া (৩০), আলেয়ার মেয়ে মিলি (৫), বাড়ির মালিক মোশারফ হোসেন, তার ছেলে জিসান (১৮) ও তাদের আত্মীয় আলমগীর (৩২)। তারা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

পরিদর্শক ইমরানুল ইসলাম বাংলা বলেন, ‘দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। সেখানে আমাদের একটি টিম পাঠানো হয়েছে। কী কারণে পানির ট্যাংকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তদন্ত করে দেখা হচ্ছে।’

(জাস্ট নিউজ/জেআর/৮৩০ঘ.)