নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

নেত্রকোনা, ১ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

শনিবার বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার মাশকা কাঁঠালতলা এলাকার এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।

নেত্রেকানার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কেন্দুয়ার বলাইশিমুল গ্রামের মৃত আদুর রহমানের ছেলে জামাল মিয়া (২৮), কুতুবপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে নাজির উদ্দিন (২৭), কাউরাট গ্রামের ভুট্ট মিয়ার ছেলে শরিফ মিয়া (২) এবং সোয়াই গ্রামের হান্নান মাস্টারের ছেলে কলেজ ছাত্র মুরাদ মিয়া।

উদ্ধার অভিযানে থাকা ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, দুর্ঘটনায় আহত ১০ যাত্রীর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, কেন্দুয়া বাসস্ট্যান্ড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল। কাঁঠালতলা মোড়ে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম থেকে কেন্দুয়াগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী মারা যান।

(জাস্ট নিউজ/একে/২২২৮ঘ.)