বকশিবাজার থেকে ফিরে গেলেন খালেদা জিয়ার আইনজীবীরা

বকশিবাজার থেকে ফিরে গেলেন খালেদা জিয়ার আইনজীবীরা ছবি: ইন্টারনেট থেকে নেয়া

ঢাকা, ৫ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : পুরান ঢাকার বকশিবাজারের আলিয়া মাদ্রাসার মাঠে হাজির হলেও আদালত না থাকায় হাইকোর্টে ফিরে গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবীরা।

বুধবার সকাল ১১টায় আইনজীবীরা বকশিবাজার থেকে ফিরে যান।

যাওয়ার আগে বেগম খালেদা জিয়ার আইনজীবী, সুপ্রিমকোর্ট বারের সভাপতি, অ্যাডভোকেট জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, গত তারিখের আদেশ অনুসারে আজকে আলিয়া মাদ্রাসায় আদালত বসার কথা ছিল। আমরাও প্রস্তুতি নিয়ে এসেছিলাম শুনানি করার জন্য। এসে শুনলাম আদালত স্থানান্তর করা হয়েছে পুরাতন কেন্দ্রীয় কারাগারে। শুনেছি এ ব্যাপারে গেজেট জারি করা হয়েছে। কিন্তু আমরা আদালতের নির্দেশ পাইনি। আমরা সেখানে আজকে অংশ নিচ্ছি না। তবে এ ব্যাপারে আদালতের নির্দেশ পেলে পরিবর্তী করণীয় ঠিক করা হবে।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী আব্দুর রেজাক খান, এজে মোহাম্মদ আলী, সানাউল্লাহ মিয়াসহ আরো অনেকেই।

(জাস্ট নিউজ/এমআই/১৩০০ঘ)