খালেদা জিয়ার আইনজীবীদের ফিরিয়ে দিল কারা কর্তৃপক্ষ

খালেদা জিয়ার আইনজীবীদের ফিরিয়ে দিল কারা কর্তৃপক্ষ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার আইনজীবীদের সাক্ষাৎ করতে দেননি কারা কর্তৃপক্ষ।

মঙ্গলবার বেলা ৩টার দিকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে কারাগারের সামনে আসেন বেগম খালেদা জিয়ার তিন আইনজীবী। বিকাল পৌনে ৫টা পর্যন্ত অপেক্ষা করলেও কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি পাননি তারা। ফলে সেখান থেকেই ফিরে যান ওই আইনজীবীরা।

সাক্ষাৎ করতে যাওয়া আইনজীবীরা হলেন- সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাসুদ তালুকদার।

এ বিষয়ে বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ তালুকদার বলেন, অনুমতি থাকলেও আজকে আমাদের বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেয়নি কারা কর্তৃপক্ষ। আমরা এখন ফিরে যাচ্ছি।

তিনি আরো বলেন, ২০ তারিখ ম্যাডামের (খালেদা জিয়া) মামলার তারিখ আছে। আশা করি বুধবার দেখা করতে দিতে পারে।

(জাস্ট নিউজ/এমআই/১৮৪৪ঘ.)