আরো ৮ কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করলো ডিএসসিসি

আরো ৮ কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করলো ডিএসসিসি

ঢাকা, ২৮ ডিসেম্বর (জাস্ট নিউজ) : দুদিন আগেই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ছয় কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল হয়। এবার প্রচার-প্রচারণার অনুমতি না থাকায় আরো আটটি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন।

বৃহস্পতিবার বিকালে লাইসেন্স বাতিলের আদেশ দেন ডিএসসিসির উপ রাজস্ব কর্মকর্তা সাইদুর রহমান।

এসব কোচিং সেন্টার এখন থেকে আর কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। লাইসেন্স বাতিল করা কোচিং সেন্টারগুলো হলো- এক্সপার্ট একাডেমি কোচিং, গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুল, গ্রিনহিল টিউটরিয়াল, কম্বাইন টিউটরিয়াল, উদ্ভাস কোচিং সেন্টার, সানি হিলস স্কুল অ্যান্ড কলেজ, গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ, ক্যাডেট একাডেমি, রকিবুল ইসলাম অনার্স কোচিং।

এদের মধ্যে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুল, সানি হিলস স্কুল অ্যান্ড কলেজ ও গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ স্কুলের নামে কোচিং চালিয়ে আসছিলো।

সাইদুর রহমান জানান, এসব কোচিং সেন্টার সিটি করপোরেশনের অনুমতি ছাড়াই নিজেদের পরিচিতি তুলে ধরতে নগরজুড়ে ফেস্টুন লাগিয়ে সৌন্দর্য বিঘ্নিত করছে। যে কারণে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে।

(জাস্ট নিউজ/একে/২২২৫ঘ.)