জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা

খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার নিয়ে আদেশ আজ

খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার নিয়ে আদেশ আজ

ঢাকা, ২০ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্যধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার কারাগারে স্থাপিত আদালতে চলবে কিনা- সে বিষয়ে আদেশ ও বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়ে আজ আদালত সিদ্ধান্ত দেবেন।

গত ১৩ সেপ্টেম্বর কারাগারের ভেতরে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান শুনানি শেষে এ দিন ধার্য করেন।

এদিকে, বেগম খালেদা জিয়া কেন আদালতে আসছেন না এবং তার অনুপস্থিতিতে আদালত বসলে শুনানি করবেন কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপি নেত্রীর ব্যক্তিগত দুই আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার বুধবার বিকাল ৪টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। সেই দিন থেকেই তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে রয়েছেন সাবেক এই তিনবারের জনপ্রিয় প্রধানমন্ত্রী।

(জাস্ট নিউজ/একে/১০২০ঘ.)