আইনমন্ত্রীর কথায় সিনহার বিরুদ্ধে মামলা হবে না : দুদক

আইনমন্ত্রীর কথায় সিনহার বিরুদ্ধে মামলা হবে না : দুদক

ঢাকা, ২৪ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : দালিলিক প্রমাণ ছাড়া সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে কোনো মামলা করবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সোমবার বিকালে রাজধানীর সেগুনবাগিস্থ দুদকের প্রধান কার্যালয়ে এস কে সিনহার বিষয়ে দুদকের অনুসন্ধান প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। তিনি বলেন, আমরা অনুসন্ধান করছি কি না-এ বিষয়ে সরাসরি উত্তর দেয়া সম্ভব না।

ইকবাল মাহমুদ বলেন, আমাদেরকে দালিলিক প্রমাণ বের করতে হবে। তারপর বক্তব্য দেওয়া সম্ভব হবে। মূলত দালিলিক প্রমাণ ছাড়া দুদক কারো বিরুদ্ধে মামলা করবে না।

দুদক চেয়ারম্যান বলেন, দুদক দুজন ব্যক্তির বিরুদ্ধে ঋণ নিয়ে ওই টাকা অবৈধভাবে অন্যত্র স্থানান্তরের বিষয়ে অনুসন্ধান করছে। ওই অনুসন্ধান এখনো চলমান। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বক্তব্য দেওয়া যাবে না।

আমাদেরকে দালিলিক প্রমাণ দিয়ে টাকা কোথায় ও কীভাবে গেল সে বিষয়টি খুঁজে বের করতে হবে। তারপর বক্তব্য দেয়া সম্ভব হবে। মূলত দালিলিক প্রমাণ ছাড়া দুদক কারো বিরুদ্ধে মামলা করবে না।

এর আগে গতকাল (রবিবার) বিকালে আইনমন্ত্রী আনিসুল হক নারায়নগঞ্জ চানমারী এলাকার আদালত প্রাঙ্গনে জেলা আইনজীবীর কার্যকরী কমিটির অভিষেক ও ডিজিটাল বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেছিলেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন সেটা খতিয়ে দেখছে। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইকবাল মাহমুদ বলেন, মন্ত্রী কি বলেছেন, সেটা আমার বিষয় না। তিনি বলতেই পারেন। তাছাড়া মন্ত্রীর কথায় তো দুদক মামলা করবে না। দুদক স্বাধীন প্রতিষ্ঠান। মন্ত্রীর কোনো কথার কোনো প্রভাব দুদকে পড়ার কোনো সম্ভাবনা নেই।

(জাস্ট নিউজ/একে/১৯৪৯ঘ.)