বর্ণাঢ্য আয়োজনে পুলিৎজার পুরস্কার বিতরণী’২০১৭ অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে পুলিৎজার পুরস্কার বিতরণী’২০১৭ অনুষ্ঠিত

নিউইয়র্ক কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে মুশফিকুল ফজল আনসারী, ২৩ মে (জাস্ট নিউজ): সাংবাদিকতার নোবেল প্রাইজ হিসেবে সমাদৃত পুলিৎজার পুরস্কার বিতরণী’২০১৭ অনুষ্ঠিত হয়েছে। সোমবার নিউইয়র্কের কলোম্বিয়া ইউনিভার্সিটির ল' লাইব্রেরি হলে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গণের স্বনামধন্য সাংবাদিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুলিৎজার পুরস্কার প্রশাসক মাইক প্রাইড চলতি বছরের ১০ এপ্রিল ২০১৭ সালে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন।

কলম্বিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট লি সি বলিনগার আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এওয়ার্ড ও সার্টিফিকেট তুলে দেন। এতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুলিৎজার পুরস্কার বোর্ডের চেয়ারম্যান ইউগেনে রবিনসন।

২১ ক্যাটাগরির মধ্যে সাংবাদিকতায় ‘পাবলিক সার্ভিস’ ক্যাটাগরিতে ‘নিউইয়র্ক ডেইলি নিউজ ও প্রোপাবলিকা’, ব্রেকিং নিউজ রিপোর্টিং ক্যাটাগরিতে অকল্যান্ডের ‘স্টাফ অফ ইস্ট বে টাইমস’, ‘ইনভেস্টিগেটিং রিপোর্টিং’ ক্যাটাগরিতে চার্লসটন (ডব্লিউবি) গেজেট মেইল এর এরিক ইয়ার, ‘এক্সপ্লানেটরি রিপোটিং’ ক্যাটাগরিতে ইন্টারন্যাশনাল কনসর্টিয়া অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, ম্যাকক্ল্যাচি ও দ্য মিয়ামি হেরাল্ড, ‘লোকাল রিপোর্টিং’ ক্যাটাগরিতে দ্য সল্ট লেইক টিব্রিউন স্টাফ, ‘ন্যাশনাল রিপোর্টিং’ ক্যাটাগরিতে দ্য ওয়াশিংটন পোস্ট এর ডেভিড ফাহরেনহোল্ড, ‘ইন্টারন্যাশনাল রিপোটিং’ ক্যাটাগরিতে দি নিউইয়র্ক টাইমস স্টাফ, ‘ফিচার রাইটিং’ ক্যাটাগরিতে দ্য নিউইয়র্ক টাইমস এর সি জে চিভারস, ‘কমেন্টারি’ ক্যাটাগরিতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর পেগি নুন্যান, ‘ক্রিটিসিজম’ ক্যাটাগরিতে নিউ ইয়রকার এর হিলটন এলস, ‘এডিটরিয়াল রাইটিং’ ক্যাটাগরিতে স্টর্ম লেইক টাইমস এর আর্ট কুউলেন, ‘এডিটরিয়াল কার্টুনিং’ ক্যাটাগরিতে মিয়ামি হেরাল্ড এর জিম মরিন, ‘ব্রেকিং নিউজ ফটোগ্রাফি’ ক্যাটাগরিতে নিউইয়র্ক টাইমস এর ডেনিয়েল বেরেহুলাক, ‘ফিচার ফটোগ্রাফি’ ক্যাটাগরিতে শিকাগো ট্রিবিউন এর ই জেসন ওয়েমবসগেনস পুলিৎজার পুরস্কার লাভ করেন।

এছাড়া ‘ফিকশন’ ক্যাটাগরিতে কলসন হোয়াই হ্যাল্ড এর ‘দি আন্ডার গ্রাউন্ড রেইলরোড’, ‘নাটক’ ক্যাটাগরিতে লিন নোটেজ এর লিখা ‘সুয়েট’, ‘ইতিহাস’ ক্যাটাগরিতে হিদার এনন থম্পসন এর ‘ব্লাড ইন দ্যা ওয়াটার: দি এটিকা প্রিজন আপরাইজিং অফ ১৯৭১ এন্ড ইটস লিগ্যাসি’, ‘আত্মজীবনী’ ক্যাটাগরিতে হিসাম মাথার এর ‘ দি রিটার্ন: ফাদার, সনস এন্ড দ্যা ল্যান্ড ইন বিটুইন’, ‘কবিতা’ ক্যাটাগরিতে ‘ওলিও’ লেখক টাইহিম্ব জেস, ‘জেনারেল নোটিফিকেশন’ ক্যাটাগরিতে ‘ইবিক্টেড: প্রবার্টি এন্ড প্রফিট ইন দ্যা আমেরিকান সিটি’ লেখক ম্যাথিউ ডেসমন্ড, ‘সংগীত’ ক্যাটাগরিতে দু ইয়ুন এর ‘এঞ্জেলস বোন’ পুলিৎজার অর্জন করে।

(জাস্ট নিউজ/ওটি/২২১২ঘ.)