হোয়াইট হাউস কমিউনিকেশন্স পরিচালক এন্থোনি স্কারামুচির পদত্যাগ

হোয়াইট হাউস কমিউনিকেশন্স পরিচালক এন্থোনি স্কারামুচির পদত্যাগ

বিশেষ সংবাদদাতা, নিউইয়র্ক, ১ আগস্ট (জাস্ট নিউজ) : নিয়োগ লাভের মাত্র ১১ দিনের মাথায় পদত্যাগ করলেন হোয়াইট হাউসের কমিউনিকেশনস পরিচালক এন্থনি স্কারামুচি। নতুন চিফ অব স্টাফ জেনারেল জন কেলির দায়িত্ব গ্রহনের কয়েক ঘন্টার সরে দাড়ানোর এমন ঘোষণা দিলেন স্কারামুচি।

স্কারামুচির পদত্যাগ প্রসঙ্গে হোয়াইট হাউস প্রেস সচিব জাস্টনিউজে পাঠানো এক বিবৃতিতে বলেন, হোয়াইট হাউসের কমিউনিকেশনস পরিচালক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এন্থোনি স্কারামুচি। পদত্যাগের কারন হিসাবে এতে বলা হয়, স্কারামুচি মনে করেন নতুন চিফ অব স্টাফ জেনারেল কেলিকে হোয়াইট হাউসের টিম পূনর্গঠনে সুযোগ করে দেয়া উচিত।

এর আগে হোয়াইট হাউসের কমিউনিকেশনস পরিচালক পদে এন্থনি স্কারামুচির নিয়োগের জের ধরে পদত্যাগ করেন প্রেস সচিব শন স্পাইসার ও চিফ অব স্টাফ রেইন্স পাইবাস।

(জাস্ট নিউজ/জেআর/১৩০ঘ.)