ওয়াশিংটনে ফের তীব্র আন্দোলন ও প্রতিবাদের মুখে শেখ হাসিনা

ওয়াশিংটনে ফের তীব্র আন্দোলন ও প্রতিবাদের মুখে শেখ হাসিনা

ওয়াশিংটন, ২৯ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : দ্বিতীয়বারের মতো ওয়াশিংটনে বিএনপির তীব্র আন্দোলন ও প্রতিবাদের মুখে পড়েছেন শেখ হাসিনা।

বুধবার ওয়াশিংটনে প্রবাসী বাংলাদেশীদের চরম প্রতিবাদ ও প্রতিরোধের মধ্যে টাইসন কর্ণার রির্জ কার্লটন, ভার্জিনিয়ায় তার জন্মদিনের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

চরম বৃষ্টি উপেক্ষা করে গ্রেটার ওয়াশিংটন ডিসি বিএনপি এবং ফোরাম ফর ডেমোক্রেটিক রাইটস ইন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে হোটেলের সামনে শত শত নেতাকর্মী অবৈধ হাসিনা সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়।

শেখ হাসিনার জন্ম দিনের অনুষ্ঠান গোপনে করার প্রক্রিয়া শুরু করলে স্বল্প সময়ে মধ্যে শত শত বিএনপি নেতাকর্মী অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন গ্রেটার ওয়াশিংটন ডিসি বিএনপির সাধারন সম্পাদক এজেএম হোসাইন এবং ফোরাম ফর ডেমোক্রেটিক রাইটস ইন বাংলাদেশর সাইয়েদ আহমেদ। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট ডেমোক্রেসি, ওই ওয়ান্ট হিউমেন্ট রাইন্টস, স্টপ কিলিং ইনোসেন্ট পিপল ইন বাংলাদেশ, হাসিনা গো ব্যাক, হাসিনা গো ডাউন শ্লোগানে যারা রিজ কালটন প্রকম্পিত করেন তাদের অন্যতম হলেন তৌহিদুল ইসলাম তুহিন, নাজমুল হক কামাল ও সাইয়েদ আহমেদ। যতদিন পর্যন্ত বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত “যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ” এ কর্মসূচী অব্যাহত থাকবে বলে উদ্যাক্তারা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু, উপদেষ্টা লিয়াকত হোসাইন খান, গ্রেটার ওয়াশিংটন বিএনপির উপদেষ্টা লিয়াকত হোসাইন খান, সহ সভাপতি সামছুদ্দীন মাহমুদ, কাজী এম রহমান, মাসুদুর রহমান, মিয়া মজনু, খালেদ তফাদার, সিনিয়র যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, তারিকুল ইসলাম অশ্রু, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ শাহরিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক কামাল, ট্রেজারার মুনির হোসেন, খোরশেদ আলম কাজী, তৈয়ব হোসাইন, রাসেল আহমেদ, কামাল পাশা, জিনাত উল্লাহ, এনায়েত উল্লাহ, মোঃ মোখলেসুর রহমান(লিটন), কামরুজ্জামান, জামাল উদ্দিন, মোঃ সুমন, আতিকুর রহমান, শাহজামাল, নজরুল ইসলাম, মোঃ মহসিন, ফরহাদ হোসেন, মোঃ আতিক উল্লাহ প্রমুখ।

আরো ফোরাম ফর ডেমোক্রেটিক রাইটস ইন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- খায়রুল আলম দোলন, মাহমুদুল কাদের, আব্দুল আউয়াল, রেজওয়ান আহমেদ, নজরুল ইসলাম, বোরহান উদ্দিন, শামীম আহমেদ, জহুরুল ইসলাম, আবদুল ওয়াহাব, শাহ আলম শাওন, সাইয়েদ আহমেদ প্রমুখ।

(জাস্ট নিউজ/বিজ্ঞপ্তি/একে/২২২৩ঘ.)