খালেদা জিয়াকে কারাগারে প্রেরণের প্রতিবাদে ফুঁসে উঠছে বহির্বিশ্ব

নিউইয়র্ক বাংলাদেশ কনসুলেটের সামনে ব্যাপক বিক্ষোভ

নিউইয়র্ক বাংলাদেশ কনসুলেটের সামনে ব্যাপক বিক্ষোভ

নিউইয়র্ক থেকে বিশেষ প্রতিনিধি, ১০ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রাধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে ঘিরে বাংলাদেশের ন্যায় ফুঁসে উঠেছে বহির্বিশ্ব। সভা-সমাবেশ, স্মরকলিপি প্রদান ও প্রতিবাদ কর্মসূচীর মধ্য দিয়ে ক্ষোভের জানান দিচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা। লন্ডন, নিউইয়র্ক, ওয়াশিংটন , ব্রাসেলস, প্যারিস, বার্লিন, রোম, কোপেনহেগেন, ভিয়েনা, স্টকহোম, কোয়ালালামপুর, সিডনি, মস্কো, অটোয়া প্রভৃতি শহর যেন প্রতিবাদের নগরি। এমনকি মধ্যপ্রাচ্যের শহর দুবাই, মক্কা, মদিনা, দোহা জুড়ে চলছে বাংলাদেশিদের বিভিন্ন প্রতিবাদ কর্মসূচী।

শুক্রবার নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট ঘেরাও কর্মসূচী পালন করে স্টেটটিতে বসবাসরত বিএনপি সমর্থক শত শত প্রবাসী বাংলাদেশী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা ও তথাকথিত বিচারের প্রতিবাদে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বাংলাদেশ কনস্যুলেটের সামনে ঘৃনা ও ক্ষোভের জানান দেন তারা। শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে নর্দান ব্লুবার্ডে অবস্থিত বাংলাদেশ কনসুলেট।

বিক্ষোভ সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল লতিফ সম্রাট, নাজমুন নাহার বেবী, জিল্লুর রহমান জিল্লু, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, গিয়াস আহমেদ, জসিম ভূঁইয়া, দেলওয়ার হোসেন, আনোয়ার হোসেন, আব্দুস সবুর, মোশাররফ সবুজ, শামসুল ইসলাম মজনু, ওমর ফারুক, আতিকুল হক আহাদ, গোলাম ফারুক শাহীন, নুরে আলম, সালেহ আহমেদ রুমেল, মো: ইসমাইল, সেলিম রেজা, আনোয়ারুল ইসলাম, হেলাল, আক্তার হোসেন বাদল, জাহিদ এফ সাদী, ফিরোজ আহমেদ, সাইদুল হক, কাজী আজম, মার্শাল মুরাদ, মাহমুদ চৌধুরী, যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, যুবদল সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, আহবাব চৌধুরী, রেজাউল আজাদ ভূঁইয়া, সাইফুর খান হারুন, সোহরাব হোসেন, আহবাব হোসেন খোকন, আল মামুন সবুজ, জি আর সুমন, নুরে আলম, সাইফুল ইসলাম, সোহাগ রানা, নাজমুল, হেদায়েত উল্লাহ মানিক, মে: সোহেল, ছাত্রদল সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, খলকুর রহমান, প্রমুখ।

(জাস্ট নিউজ/প্রতিনিধি/জেআর/১৩০৫ঘ.)