শহীদদের বাংলাদেশে গণতন্ত্র বাস্তবায়ন করবো: ড. কামাল

শহীদদের বাংলাদেশে গণতন্ত্র বাস্তবায়ন করবো: ড. কামাল

ঢাকা, ৮ অক্টোবর (জাস্ট নিউজ) : মুক্তিযুদ্ধের আগে যেই ভবে ঐক্য গড়ে উঠেছিল সেই জাতীয় ঐক্য গড়ে তুলে বঙ্গবন্ধুর বাংলাদেশ, শহীদদের বাংলাদেশে গণতন্ত্র বাস্তবায়ন করার কথা জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সভায় তিনি একথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, আমাদের সবচাইতে দুর্ভাগ্য হচ্ছে আমরা ইতিহাস বিকৃতি করি এবং আমরা ইতিহাস বিকৃতি করে খুব বাহাদুরী মনে করি। আমাদের এই ইতিহাসকে নিয়ে সারা জাতি গর্ব করে, সেই ইতিহাস বিকৃত করা কোনো ভালো কাজ না।

তিনি বলেন, যাই করেন দশবার চিন্তা ভাবনা করে করবেন। যারা এ বাংলা ভাষার জন্য, দেশ স্বাধীন করার জন্য, কোন দেশ গড়ার জন্য জীবন বাজি রেখেছেন তাদের ইতিহাস বিকৃতি করা কোনও ভালো কাজ না, এটা কোনও ভালো মানুষের কাজ না।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সরদার শামস আল মামুনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, ভাষা সৈনিক আব্দুল জলিল, ভাষা সৈনিক মতিনের সহধর্মীনি বুলবুতুন নেছা প্রমুখ।

(জাস্ট নিউজ/এমআই/২০২৭ঘ.)