‘সরকারের সময় শেষ, ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামুন’

‘সরকারের সময় শেষ, ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামুন’

ঢাকা, ১২ অক্টোবর (জাস্ট নিউজ) : সরকারের সময় শেষ হয়ে এসেছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। এখন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করতে হবে।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে মাহবুব হোসেন এ কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও সাজা বাতিল এবং গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।

বর্তমান সরকারকে বিদায় করার জন্য ঐক্যবদ্ধ হয়ে মানুষকে রাস্তায় নামার আহ্বান জানিয়ে খন্দকার মাহবুব বলেন, ‘আসুন ঐক্যবদ্ধ হই। বর্তমান স্বৈরশাসকের বিদায়ের জন্য রাস্তায় নামি। বাংলাদেশে ভোটের অধিকারের দাবিদার যারা, সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজপথে নামব। ইনশাল্লাহ ভয় পাবার কিছু নাই, তাদের সময় শেষ হয়ে এসেছে। শেষ ঘণ্টা বেজে গেছে। আসুন ঐক্যবদ্ধ হই, এই স্বৈরশাসক বাংলার মাটি থেকে বিতাড়িত হবে। সেদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্ত হবেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, গণমাধ্যম স্বাধীনতা পাবে, মানুষ তার মৌলিক অধিকার পাবে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘১/১১ এর সময় থেকেই তারেক রহমানের চরিত্র হনন চলছে। এখনো তা অব্যাহত রয়েছে। বেগম খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে চিরদিনের জন্য পঙ্গু করে দেওয়া হচ্ছে প্রায়। তাই আজকে যেটা সবচেয়ে প্রয়োজন, আসুন ঐক্যবদ্ধ হই।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ও পেশাজীবী পরিষদের সদস্য সচিব প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহবায়ক প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড্যাবের কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মোস্তাক রহিম স্বপন প্রমুখ।

(জাস্ট নিউজ/এমআই/২০১৬ঘ.)