বি. চৌধুরীদের বাদ দিয়েই জাতীয় ঐক্য

বি. চৌধুরীদের বাদ দিয়েই জাতীয় ঐক্য

ঢাকা, ১৩ অক্টোবর (জাস্ট নিউজ) : বি. চৌধুরীদের বাদ দিয়েই চূড়ান্ত হচ্ছে জাতীয় ঐক্য প্রক্রিয়া। বি. চৌধুরীর দল বিকল্প ধারাকে বাদ দেয়ার ফলে জাতীয় ঐক্যে থাকছে বিএনপি, গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নাগরিক ঐক্য।

শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই জোটের দফা ও লক্ষ্যগুলো তুলে ধরা হবে।

শনিবার বিকেলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্য প্রক্রিয়ার শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে এ সিদ্ধান্ত এসেছে।

এর আগে ড. কামাল হোসেনের বাড়ির সামনে থেকে ফিরে যান বি. চৌধুরী। শনিবার বিকেল ৩টায় ড. কামালের বাসভবনে দুই নেতার বৈঠক হওয়ার কথা ছিল। সে অনুযায়ী বি. চৌধুরী এসেছিলেন। কিন্তু এসে বাসার দরজা বন্ধ দেখতে পেয়ে চলে যান।

দেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা এবং দাবি-দাওয়া চূড়ান্ত করতে শনিবার ড. কামাল হোসেনের বাসায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিকাল ৩ টায় ড.কামাল হোসেন ও বি চৌধুরীর মধ্যে বৈঠকের পরে বিএনপিসহ অন্যদলের নেতাদের নিয়ে আলোচনা হবে- এমনটা জানানো হয়েছিল গতকাল।

(জাস্ট নিউজ/এমআই/১৭২১ঘ.)