মা বইলা গো কওয়ার সুযোগ দিমুনা জামায়াত-বিএনপিকে: শামীম ওসমান

মা বইলা গো কওয়ার সুযোগ দিমুনা জামায়াত-বিএনপিকে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ, ২০ অক্টোবর (জাস্ট নিউজ) : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ২৭ অক্টোবর হলো ঘণ্টা বাজানোর মিটিং। সবাই এক থাকেন। যারা আমার নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে তাদের সঙ্গে রাজনৈতিক চর্চা তো দূরের কথা কোনো আপস নেই। ‘মা বইলা গো কওয়ার সুযোগ দিমুনা জামায়াত-বিএনপিকে।’

শনিবার বিকালে নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে (নম পার্ক) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী বিষয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ থেকে আওয়ামী লীগের জন্ম। নারায়ণগঞ্জ হলো রাজনীতির সূতিকাগার। নারায়ণগঞ্জ থেকে স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। সারা দেশে তা ছড়িয়ে যাবে।

তিনি আরো বলেন, নরসিংদীর জঙ্গিদের সঙ্গে লিংক রয়েছে নারায়ণগঞ্জের জঙ্গিদের। কয়েক দিন আগে ফতুল্লায় গোপন বৈঠক থেকে ৯ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। জানতে পারলাম ওই গোপন বৈঠকে ২৫ জন জঙ্গি ছিল। তাদের মধ্যে অনেকেই পালিয়ে গেছে। জঙ্গিদের বিরুদ্ধে সবাই সজাগ থাকবেন। নারায়ণগঞ্জে কোনো জঙ্গির ঘাঁটি হতে দেয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সানাউল্লাহ, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক সওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, যুবলীগ নেতা আব্দুল খালেক, থানা স্বেচ্ছাবেকলীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন, ফাইজুল হক, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, আতাউর রহমান নান্নুসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

(জাস্ট নিউজ/এমআই/২১১৭ঘ.)