ঐক্যফ্রন্টের চিঠি পেলে মনোভাব জানাবো: শেখ হাসিনা

ঐক্যফ্রন্টের চিঠি পেলে মনোভাব জানাবো: শেখ হাসিনা

ঢাকা, ২২ অক্টোবর (জাস্ট নিউজ) : রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা ছাড়া একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না দিতে অনুরোধ জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট ইতোমধ্যে ইসি ও সরকারকে চিঠি দেয়ার কথা জানিয়েছে। বিষয়টি শেখ হাসিনার দৃষ্টিতে এনে এ বিষয়ে তার মনোভাব জানতে চাওয়া হয়। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, আমরা তো কারো চিঠি পাইনি। চিঠি কি করা যায় দেখা যাক। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের চিঠি পেলে মনোভাব জানাবো।

এদিকে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য শেষে এক প্রশ্নে তিনি বলেন, গণতান্ত্রিক ধারায় সকলেরই অধিকার আছে ঐক্যবব্ধ হওয়ার। দেশে এখন গণতান্ত্রিক ধারা অব্যহত আছে। তাদের সাধুবাদও জানান প্রধানমন্ত্রী।

সৌদি আরব সফর বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন শুরু হয়। শেষ হয় বিকাল সোয়া পাঁচটায়। সংবাদ সম্মেলনে সৌদি সফর বিষয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী।

(জাস্ট নিউজ/একে/১৮০০ঘ.)