নির্বাচন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: শেখ হাসিনা

নির্বাচন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: শেখ হাসিনা

ঢাকা, ২২ অক্টোবর (জাস্ট নিউজ) : আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন তারা দেশের অব্যাহত গণতন্ত্র চান না। তবে, যত ষড়যন্ত্রই হোক বাংলাদেশে নির্বাচন অবশ্যই হবে। নির্বাচন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে সৌদি সফর বিষয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন তিনি।

গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় জানিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছিলেন, ‘আর কয়েক মাস পরই নির্বাচন। এ নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কি না, এ নিয়ে আমি প্রবল আশঙ্কায় আছি। আমরা যেকোনো মূল্যে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই।’ তারই কথার সূত্র ধরে আজকে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ।

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এক নম্বর হচ্ছে, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন স্বাধীন। নির্বাচন নিয়ে যারা সংশয় সৃষ্টি করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যটা কী? গণতন্ত্রের ধারাবাহিকতা যাতে না থাকে, ষড়যন্ত্র বাংলাদেশের একটা চিরাচরিত বিষয়। ষড়যন্ত্র থাকবে, ষড়যন্ত্র চলবে। এর মধ্য দিয়েই তো আমরা উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি। এ দেশে যাতে সুষ্ঠু নির্বাচন হয়, সব ষড়যন্ত্র রোধ করে আমরা নির্বাচন করব। নির্বাচন অবশ্যই বাংলাদেশে হবে। আর যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করার শক্তি আমার সরকার রাখে।’

(জাস্ট নিউজ/একে/১৮১০ঘ.)