গণতন্ত্রের পক্ষে কথা বলায় ব্যারিস্টার মইনুলকে গ্রেপ্তার : রিজভী আহমেদ

গণতন্ত্রের পক্ষে কথা বলায় ব্যারিস্টার মইনুলকে গ্রেপ্তার : রিজভী আহমেদ

ঢাকা, ২২ অক্টোবর (জাস্ট নিউজ) : গণতন্ত্রের পক্ষে কথা বলা কারণেই ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী আহমেদ বলেন, মানহানির মামলায় তো প্রথমেই গ্রেপ্তারি পরোয়ানা জারির নজির নেই। প্রথমেই সমন জারি করে তা আসামি পক্ষকে ব্যক্ত করা হয়। আসামি পক্ষ উপস্থিত না হলে পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার বেআইনি উল্লেখ করে অবিলম্বে তার মুক্তি দাবি করেন বিএনপির এই নেতা। একই সঙ্গে তত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান তিনি।

এ সময় সরকার এখন আর গুপ্তহত্যা নয়, প্রকাশ্যে হত্যাকাণ্ড শুরু করেছে বলেও অভিযোগ করেন রিজভী আহমেদ।

(জাস্ট নিউজ/এমআই/১৩১৩ঘ.)