সিলেটে ঐক্যফ্রন্টের বৈঠক চলাকালে পুলিশের অভিযান, আটক ১৫

সিলেটে ঐক্যফ্রন্টের বৈঠক চলাকালে পুলিশের অভিযান, আটক ১৫

সিলেট, ২৩ অক্টোবর (জাস্ট নিউজ) : সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠককে কেন্দ্র করে বিএনপি নেতার বাসায় অভিযান চালিয়ে দলটির ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালি থানার একদল পুলিশ সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের যতরপুরস্থ বাসায় এ অভিযান চালায়।

আটক নেতা-কর্মীদের মধ্যে আছেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শাহরীয়ার হোসেন চৌধুরী, সিসিক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। তবে বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গণি আরেফীন।

তিনি দাবি করেন, ঐক্যফ্রন্টের সমাবেশকে কেন্দ্র করে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের যতরপুরস্থ বাসায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক চলাকালে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশ ছাত্রদল, যুবদলসহ বিএনপির প্রায় ১৫ জন নেতাকর্মীদেরকে আটক করে নিয়ে যায়।

স্থানীয়রাও জানান, পুলিশ ওই বাসা থেকে গাড়ি ভরে বিএনপির নেতা-কর্মীদের আটক করে নিয়ে গেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গোলাম কাওসার দস্তগীর বিষয়টি স্বীকার করে জানান, পুলিশ বিএনপির ওই নেতার বাসা থেকে কয়েকজনকে আটক করেছে। থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(জাস্ট নিউজ/একে/২২১৬ঘ.)