দাবি আদায় করেই ঘরে ফিরব : মির্জা আলমগীর

দাবি আদায় করেই ঘরে ফিরব : মির্জা আলমগীর

ঢাকা, ২৭ অক্টোবর (জাস্ট নিউজ) : সাত দফা দাবি আদায় করেই ঘরে ফিরব। মামলা অনকে হয়েছে, ভৌতিক মামলা অনেক দিয়েছে। কিন্তু সাত দফা দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার নিজেরা নাশকতা-সহিংসতা করে। তারপর বিরোধীদলের ওপর দোষ দেয়। আমরা অন্যায়ের কাছে মাথানত করব না।

আওয়ামী লীগ সরকার ভয় পেয়েছে বলেই কাউকে সমাবেশ করতে দেয় না। আজকের এই সমাবেশ লালদিঘীর ময়দানে হবার কথা ছিল বলেন মির্জা ফখরুল।

প্রশাসনের প্রতি অভিযোগ করে তিনি বলেন, প্রশাসন সরকারকে সমর্থন করেছে। আমাদের সমাবেশে পদে পদে বাধা দেয়া হয়েছে। তারপরেও জনস্রোত হয়ে গেছে পুরো এলাকা।

তিনি আরো বলেন, বাধা অনেক হয়েছে। আর দিয়ে লাভ নেই। আমরা ৭ দফা দাবি আদায় করে তবেই ফিরব।

(জাস্ট নিউজ/এমআই/১৮০৭ঘ.)