বিক্ষোভের মুখে ফটক খুলে দিয়েছে পুলিশ

ছাত্রদলের সমাবেশস্থলে খালেদা জিয়া

ছাত্রদলের সমাবেশস্থলে খালেদা জিয়া

ঢাকা, ২ জানুয়ারি (জাস্ট নিউজ) : পুলিশের বাধা উপেক্ষা করে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে শুরু হওয়া ছাত্রদলের সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান তথ্যটি নিশ্চিত করেছেন।

সোমবার বিকাল ৪টা ২৫ মিনিটের দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে যান বেগম খালেদা জিয়া। সেখানে ঘণ্টাখানেক অবস্থানের পর  বিক্ষোভের মুখে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ফটক খুলে দিয়েছে পুলিশ। মিলনায়তনের ভেতরে অনুষ্ঠান শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

 

মঙ্গলবার বেলা ৩টায় ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সমাবেশ শুরু হয়। ইতোমধ্যে সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর দক্ষিণের সভাপতি হাবীব উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাবেক ছাত্রদল নেতা ফজলুল হক মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকীসহ বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন। সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান। সঞ্চালনা করছেন আসাদুজ্জামান আসাদ।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আসতে শুরু করেন। পরে দুপুরের দিকে অনুষ্ঠানস্থলে দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এর পরপরই পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের ইন্সটিটিউশনের অডিটোরিয়াম থেকে বের করে দেয়। এসময় ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী ইন্সটিটিউশনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে এবং সেখানেই সমাবেশের কার্যক্রম শুরু করে।

এর আগে দুপুরে নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা আলমগীর জানান, পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে প্রবেশ করতে দিচ্ছে না। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বাতিল গণতান্ত্রিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এর মধ্য দিয়ে সরকার আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণে বাধা দিচ্ছে।

এ বিষয়ে ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সত্তার পাটোয়ারী জানান, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের ভেতরে আমাদের কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। তবে আমরা গেইটের সামনে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী বলেন, পুলিশ আমাদের ইন্সটিটিউটের ভেতরে সমাবেশে করতে বাধা দিয়েছে। কিন্তু ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী পুলিশের বাধা উপেক্ষা করে ইন্সটিটিউশনের সমানে অবস্থান নিয়েছে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সমাবেশ শুরু হয়েছে।

(জাস্ট নিউজ/একে/১৭৫০ঘ.)