তফসিল ঘোষণাই শেষ কথা নয়: মওদুদ

তফসিল ঘোষণাই শেষ কথা নয়: মওদুদ

ঢাকা, ৪ নভেম্বর (জাস্ট নিউজ) : তফসিল ঘোষণাই শেষ কথা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

রবিবার রাতে রাজধানীর মতিঝিল নিজ চেম্বারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সন্ধ্যায় আগামী ৮ নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা তফসিল ঘোষণা করবেন বলে জানান ইসি।

তফসিল ঘোষণা দিন নির্ধারণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, তফসিল ঘোষণাই শেষ কথা নয়। তফসিল আবার ঘোষণা করা যাবে না তেমন নয়। নির্বাচন কমিশন বলেছে ৮ তারিখে তফসিল ঘোষণা করা হবে, এখনো তো করা হয়নি। করা হলেও এটা শেষ কথা নয়।

এর আগে রবিবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের নেতারা।

তাদের দেয়া পরামর্শ নিয়ে সোমবার বৈঠকে বসবেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা। পরবর্তীতে তা সংলাপে উপস্থাপন করা হবে বলে ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে।

বৈঠকে সংবিধান বিশেষঞ্জ ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল, ড. বোরহান উদ্দিন ও ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা অংশ নেন।

(জাস্ট নিউজ/একে/২২২৬ঘ.)