রাজশাহীতে না গেলেও জনসভায় বক্তব্য রেখেছেন ড. কামাল

রাজশাহীতে না গেলেও জনসভায় বক্তব্য রেখেছেন ড. কামাল

ঢাকা, ৯ নভেম্বর (জাস্ট নিউজ) : অসুস্থতার কারণে রাজশাহীর সমাবেশে হাজির হতে পারেননি জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তবে বক্তব্য রেখেছেন প্রবীণ এই রাজনীতিবিদ। সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রেখেছেন।

প্রধান দলগুলোর মধ্যে সমঝোতার আগে তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘তড়িঘড়ি’ তফসিল ঘোষণার এই প্রক্রিয়া ‘গণতন্ত্রের বিরুদ্ধে’।

শারীরিক অসুস্থতার জন্য ড. কামাল হোসেন রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে অংশ নিতে পারছেন না বলে শুক্রবার সকালেই জানিয়েছে গণফোরাম। গণফোরামের পক্ষে সমাবেশে দলের অন্য নেতারা অংশ নিয়েছেন।

গণফোরামের প্রেসিডিয়াম সদস্য আ ও ম শফিকুল্লাহ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শারীরিক অসুস্থতার জন্য দলের সভাপতি ড. কামাল হোসেন রাজশাহী সমাবেশে অংশ নিতে পারছেন না। গণফোরাম থেকে সুব্রত চৌধুরী ও মোস্তফা মহসিন মন্টুসহ দলের অন্য নেতারা সেখানে গেছেন। বাংলাদেশের সংবিধান প্রণেতা, গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা হিসেবে রয়েছে ড. কামাল হোসেন।

(জাস্ট নিউজ/একে/১৮৬২ঘ.)