সোমবার কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

সোমবার কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকা, ১০ নভেম্বর (জাস্ট নিউজ) : জাতীয় নির্বাচনসহ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে সোমবার বৈঠক করবে বিএনপি। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের প্রস্তুতি হিসেবে গুলশান কার্যালয়ে শুক্রবার বৈঠক করেছেন বিএনপির কূটনৈতিক উইং শাখার নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন- দলের ভাইস চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নী, ব্যারিস্টার রুমিন ফারহানা, দলের নির্বাহী সদস্য তাবিথ আউয়াল প্রমুখ।

সূত্র জানায়, কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গকে সর্বাধিক গুরুত্ব দেবে বিএনপি। দলটির কূটনৈতিক উইংয়ের এক সদস্য বলেন, সব রাজনৈতিক দল, মত ও বিশিষ্ট ব্যক্তিদের মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা, আরপিও সংশোধন, বিএনপির গঠণতন্ত্রের বিষয়ে আদালতের রায়ের বিষয়টিকে আমরা সামনে নিয়ে আসব।

এছাড়া সরকারের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের বিষয়টিকেও গুরুত্ব দিয়ে আলোচনায় নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে দলটির শীর্ষ নেতারা।

(জাস্ট নিউজ/একে/১৯১৪ঘ.)