বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে মামলার রায় স্থগিত

বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে মামলার রায় স্থগিত

ঢাকা, ২২ নভেম্বর (জাস্ট নিউজ) : ভোলা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য জনপ্রিয় নেতা মো. হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ১০০ বান্ডিল ত্রাণের ঢেউটিন আত্মসাতের অভিযোগে করা মামলা চলবে বলে হাইকোর্টের দেয়া রায় আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন।

এর আগে গত ১১ নভেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিলে হাফিজ ইব্রাহিমের আবেদন খারিজ করে এ রায় দেন। এ রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিলেন হাফিজ ইব্রাহিম।

তার আগে ৮ নভেম্বর রুলের ওপর উভয়পক্ষের শুনানি শেষ করা হয়। ২০১৩ সালের ১ অক্টোবর হাইকোর্ট মামলাটির তার অংশ কেন বাতিল হবে না মর্মে রুল জারির পাশাপাশি কার্যক্রম স্থগিত করেন।

জাস্ট নিউজ/এমআই/১২৪০ঘ.)