রাতভর চলবে বিএনপির মনোনয়ন উৎসব

রাতভর চলবে বিএনপির মনোনয়ন উৎসব

ঢাকা, ২৬ নভেম্বর (জাস্ট নিউজ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন দেওয়া শুরু করেছে বিএনপি। রাজধানীতে দলটির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সোমবার বিকাল ৪টা থেকে মনোনীতপ্রার্থীদের চিঠি দেওয়া শুরু হয়। যা মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত চলবে। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এদের মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে নির্বাচন করবেন। বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে মনোনয়ন চিঠি গ্রহণ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ও উপদেষ্টা হেলালুজ্জামান।

যারা পেয়েছেন মনোনয়ন

রংপুর বিভাগ

এই প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুর বিভাগে যেসব আসনে মনোনয়ন নিশ্চিত করা গেছে, সেগুলো হলো:

পঞ্চগড়-১: নওশাদ জমির, পঞ্চগড়-২: তাসনিয়া প্রধান (জাগপা)।

ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-৩: জাহিদুর রহমান। ঠাকুরগাঁও-২ পাবে জামায়াত।

দিনাজপুর-১: মঞ্জুরুল ইসলাম ও মামুনুর রশিদ, দিনাজপুর-২: সাদিক রিয়াজ, দিনাজপুর-৩: সৈয়দ জাহাঙ্গীর ও মোজাম্মেল দোলন, দিনাজপুর-৪: হাফিজুর রহমান ও আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫: রেজাউল হক ও জাকারিয়া বাচ্চু, দিনাজপুর-৬: লুৎফর রহমান মিন্টু ও শাহীনুর ইসলাম মণ্ডল।

রংপুর-১: মোকাররম হোসেন সুজন, রংপুর-২: ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলী, রংপুর-৩: মোজাফফর আহমেদ ও রিতা রহমান, রংপুর-৪: এমদাদুল হক ভরসা, রংপুর-৫: সোলাইমান আলম ও ড. মমতাজ, রংপুর-৬: তাইফুল ইসলাম।

কুড়িগ্রাম-১: সাইফুর রহমান রানা/তার স্ত্রী শামীমা রহমান আপন, কুড়িগ্রাম-২: সোহেল হোসেন কায়কোবাদ/আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম-৩: তাজবিরুল ইসলাম/আব্দুল খালেক, কুড়িগ্রাম-৪: মোখলেছুর রহমান/আজিজুর রহমান।

গাইবান্ধা-১: খন্দকার জিয়া ইসলাম/মাজহারুল ইসলাম, গাইবান্ধা-২:মাহমুদুন্নবী টুটুল/আহাদ আহমেদ, গাইবান্ধা-৩: মইনুল হাসান সাদিক, গাইবান্ধা-৪: ওবায়দুল হক/ফারুক আলম, গাইবান্ধা-৫: হাসান আলী/ফারুক কবীর/মঞ্জুরুল ইসলাম।

লালমনিরহাট-৩: আসাদুল হাবিব দুলু।

খুলনা বিভাগ
সাতক্ষীরা-১: হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-২: আবদুল খালেদ (জামায়াত), সাতক্ষীরা-৩: রবিউল বাশার, সাতক্ষীরা-৪: গাজী নজরুল ইসলাম।

রাজশাহী বিভাগ
রাজশাহী-১: আমিনুল হক, রাজশাহী-২: মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩: শফিকুল হক মিলন, রাজশাহী-৪: আবু হেনা, রাজশাহী-৫: নাদিম মোস্তফা, রাজশাহী-৬: আবু সাইদ চাঁন।

চাঁপাইনবাবগঞ্জ-১: শাহজাহান মিয়া ও বেলালি বাকি চাঁপাইনবাবগঞ্জ-২: আনওয়ারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩: আবদুল ওহেদ/হারুন অর রশিদ।

নাটোর-১: তাইফুল ইসলাম টিপু/কামরুন্নাহার শিরীন, নাটোর-২: রুহুল কুদ্দুস তালুকদার দুলু/সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর-৩: দাউদার মাহমুদ/ আনোয়ার ইসলাম আনু, নাটোর-৪: আবদুল আজিজ।

বগুড়া-৬: বেগম খালেদা জিয়া, বগুড়া-৭: বেগম খালেদা জিয়া।

জয়পুরহাট-১: ফয়সাল আলীম/ফজলুর রহমান, জয়পুরহাট-২: আবু ইউসুফ খলিখুর রহমান/গোলাম মোস্তফা।
পাবনা-৫: শামসুর রহমান শিমুল বিশ্বাস।

নওগাঁ-১: সালেক চৌধুরী/মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২: শামসুজ্জোহা খান/খাজা নজিবুল্লাহ চৌধুরী, নওগাঁ-৩ রবিউল আলম বুলেট/পারভেজ আরেফিন সিদ্দিকী, নওগাঁ-৪শামসুল ইসলাম আলম/একরামুল বারী টিটো, নওগাঁ-৫: জাহিদুল ইসলাম ধলু/নজমুল হক সনি, নওগাঁ-৬: আলমগীর কবির/রেজাউল ইসলাম রেজু।

সিরাজগঞ্জ-১: কনক চাঁপা/নাজমুল হাসান রানা, সিরাজগঞ্জ-২: ইকবাল হাসান মাহমুদ টুকু/রুমানা মাহমুদ, সিরাজগঞ্জ-৩: আইনুল হক/আবদুল মান্নান তালুকদার, সিরাজগঞ্জ-৪: রফিকুল ইসলাম খান (জামায়াত), সিরাজগঞ্জ-৫: আমিরুল ইসলাম খান আলিম/রকিবুল করিম খান পাপ্পু, সিরাজগঞ্জ-৬: কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিস/এম এ মুহিত।

বরিশাল বিভাগ
বরিশাল-১: জহির উদ্দিন স্বপন/আবদুস সোবহান, বরিশাল-২: সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল/সর্দার শরফুদ্দিন সান্টু/শহীদুল হক জামাল, বরিশাল-৩: সেলিমা রহমান/জয়নুল আবেদীন, বরিশাল-৪: মেজবাহ উদ্দিন ফরহাদ/রাজিব আহসান, বরিশাল-৫: মজিবুর রহমান সরোয়ার/এবাদুল হক চাঁন, বরিশাল-৬: আবুল হোসেন/রশিদ খান।

পটুয়াখালী-১: আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২: শহীদুল আলম তালুকদার/মুনির হোসেন/সুরাইয়া আক্তার চৌধুরী/সালমা আলম, পটুয়াখালী-৩: হাসান মামুন/মো. শাহজাহান, পটুয়াখালী-৪: এ বি এম মোশাররফ হোসেন/মনিরুজ্জামান মনির।

ঝালকাঠি-১: শাহজাহান ওমর/ রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি-২: ইলেন ভুট্টো/জেবা আহমেদ খান।

বরগুনা-১: মতিউর রহমান তালুকদার/নজরুল ইসলাম মোল্লা, বরগুনা-২: নুরুল ইসলাম মনি।

ভোলা-১: আন্দালিব রহমান পার্থ (বিজেপি)/গোলাম নবী আলমগীর, ভোলা-২ হাফিজ ইব্রাহিম/রফিকুল ইসলাম মনির, ভোলা-৩: হাফিজ উদ্দিন আহমেদ/কামাল হোসেন, ভোলা-৪ নাজিম উদ্দিন আলম/নুরুল ইসলাম নয়ন।
পিরোজপুর-১ আসন শরিককে ছেড়েছে বিএনপি। পিরোজপুর-৩ আসনে মনোনয়নের চিঠি পেয়েছেন রুহুল আমিন দুলাল ও শাহজাহান মিয়া।

ঢাকা বিভাগ
ঢাকা-২: আমান উল্লাহ আমান, ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৬: আ ন ম সাইফুল ইসলাম, ঢাকা-৮: হাবিব উন নবী খান সোহেল, ঢাকা-৯: মির্জা আব্বাস, ঢাকা-৪: সালাউদ্দিন আহমেদ, ঢাকা-৫: নবী উল্লাহ নবী, ঢাকা-৬: কাজী আবুল বাশার, ঢাকা-১৩: আব্দুস সালাম।

ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ-৪: এ জেড এম জাহিদ হোসেন/ওয়াহাব আকন্দ নেত্রকোণা-১: আবদুল করিম আব্বাসী (এলডিপি)।

সিলেট বিভাগ
সিলেট-১: ইনাম আহমেদ চৌধুরী/খন্দকার আব্দুল মুক্তাদীর, সিলেট-২ তাহসীনা রুশদির লুনা।

মৌলভীবাজার-১: মৌলভীবাজার-২: সুলতান মোহাম্মদ মনসুর।

চট্টগাম বিভাগ
কুমিল্লা-১ ও ২: খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৭: রেদোয়ান আহমেদ (এলডিপি)।

নোয়াখালী-১: মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২: কাজী মফিজুর রহমান/জয়নুল আবদীন ফারুক, নোয়াখালী-৩: মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫: মওদুদ আহমদ, নোয়াখালী-৬: ফজলুল আজিম।

লক্ষ্মীপুর-১: শাহাদত হোসেন সেলিম (এলডিপি), লক্ষ্মীপুর-২: আবুল খায়ের ভুঁইয়া, লক্ষ্মীপুর-৩: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, লক্ষ্মীপুর-৪: আশরাফউদ্দিন নিজান।

ফেনী-১: বেগম খালেদা জিয়া, ফেনী-২: জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), ফেনী-৩: আব্দুল আউয়াল মিন্টু।

চট্টগ্রাম-৮: এম মোর্শেদ খান, চট্টগ্রাম-১৪: অলি আহমেদ (এলডিপি)।

(জাস্ট নিউজ/একে/২২২৯ঘ.)