আ’লীগের মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ, নামল এমপির বাড়ির সামনের নৌকা!

আ’লীগের মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ, নামল এমপির বাড়ির সামনের নৌকা!

মেহেরপুর, ২৭ নভেম্বর (জাস্ট নিউজ) : মেহেরপুর- ২ (গাংনী) আসনের বর্তমান সাংসদ মকবুল হোসেনের ভাড়া বাড়ির সামনে একটি দোকানের ওপর স্থাপিত কাঠের নৌকা নামিয়ে ফেলা হয়েছে। মকবুল হোসেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তার সমর্থকরা এ কাজ করেছেন বলে জানা গেছে।

মকবুল হোসেনের একান্ত সহকারী সাইফুজ্জামান গণমাধ্যমকে বলেন, দলের মনোনয়ন না পাওয়ার খবর শুনে গাংনীর পৌর শহরে সাংসদের বাসভবনে তৃণমূল নেতা-কর্মীরা সকাল থেকে জড়ো হন। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার দাবি জানান। তবে সাংসদ এলাকায় ফেরার পর সবার সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।

নৌকা নামানোর বিষয়ে সাইফুজ্জামান বলেন, বাসভবনের সামনে একটি দোকানের ওপর কাঠের তৈরি একটি নৌকা ছিল। দোকান মালিক সোমবার সেটি নামিয়ে ফেলেন।

তবে স্থানীয় একাধিক সূত্র জানায়, দোকানটি সাংসদের কর্মী-সমর্থকদের আড্ডার স্থান।

এমপি মকবুল হোসেন গণমাধ্যমকে জানান, দলের জন্য সারা জীবন কাজ করেও মনোনয়ন পাওয়া গেল না। তৃণমূল নেতারা প্রতিনিয়ত জানতে চাচ্ছেন, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব কি না। সবার সঙ্গে বৈঠক করে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

(জাস্ট নিউজ/এমআই/১০১২ঘ.)