আদালতের রায়ে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে: মির্জা আলমগীর

আদালতের রায়ে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে: মির্জা আলমগীর

ঢাকা, ২৭ নভেম্বর (জাস্ট নিউজ) : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করতেই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন রায় দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা আলমগীর বলেন, আদালতের রায়ে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।

মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রায় পরবর্তী প্রতিক্রিয়ায় একথা বলেন মহাসচিব।

মির্জা আলমগীর বলেন, নির্বাচনের আগে দেশের বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে উচ্চ আদালতের রায়ে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।

মির্জা আলমগীর আরো বলেন, এ রায় জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। ঐক্যফ্রন্ট ও নির্বাচন প্রতিহত করতেই এ রায় দেয়া হয়েছে। আমরা আশা করেছিলাম, নির্বাচনের আগেই চেয়ারপারসন মুক্তি পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। কিন্তু সরকার আদালতকে ব্যবহার করে নির্বাচন থেকে দূরে রাখতেই এ রায় দেয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট মিলে ৬০টির বেশি আসন হবে না। তবে পরবর্তীতে সঠিক সংখ্যা জানতে পারবেন।

(জাস্ট নিউজ/একে/১৭৫৫ঘ.)