বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন কারাগারে

বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন কারাগারে

নরসিংদী, ২৯ নভেম্বর (জাস্ট নিউজ) : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকনকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির সভাপতি খায়রুল কবির খোকন বিচারিক হাকিম মো. আতাবুল্লাহর কোর্টে হজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খায়রুল কবির খোকনের আইনজীবী আবদুল হান্নান বলেন, ‘বিশেষ ক্ষমতা আইনের মামলায় খায়রুল কবির খোকন বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ধরনের রায় আমরা প্রত্যাশা করি না। আমরা উচ্চ আদালতে জামিনের আবেদন করব।’

উল্লেখ্য, খায়রুল কবির খোকন নরসিংদী-১ আসনে বিএনপি দলীয় একক প্রার্থী হিসেবে বুধবার মনোনয়নপত্র দাখিল করেন।

(জাস্ট নিউজ/একে/১৭২২ঘ.)