পাবনায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২, গুলিবিদ্ধ ১০

পাবনায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২, গুলিবিদ্ধ ১০

পাবনা, ৩ ডিসেম্বর (জাস্ট নিউজ) : পাবনার ভাড়ারায় আওয়ামী লীগের দু‘গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। নিহতদের নাম লস্কর খাঁ (৭০) এবং মালেক সেখ (৪০)।

সোমবার সন্ধ্যায় সুলতান ও আক্কাস গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। নিহত মালেক সেখ ভাউডাঙ্গা আওরঙ্গবাদের আহেদ আলীর ছেলে এবং লস্কর খাঁ একই গ্রামের মৃত গয়ের খাঁর ছেলে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান এই সংঘর্ষের তথ্য নিশ্চিত করে জানান, সুলতান ও আক্কাস গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তবে আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখছি। ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু সাঈদ জানান, আসন্ন নির্বাচনে এলাকার পরিবেশ নষ্ট করার জন্য সুলতান গ্রুপ এ সব কর্মকাণ্ড করছে।

তিনি দাবি করেন- সুলতান কখনো আওয়ামী লীগ করেনি এবং জাসদের সমর্থক।

স্থানীয়রা জানান, উভয় গ্রুপ সংঘর্ষে ব্যাপক গোলাগুলি করেছে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ প্রায় ১০/১৫ জন আহত হয়েছে।

আহতরা সবাই পুলিশি ঝামেলা এড়াতে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

(জাস্ট নিউজ/একে/২০৪০ঘ.)