রাজশাহীতে পরীক্ষা চলাকালে শ্রেণিকক্ষে এমপির নির্বাচনী সভা

রাজশাহীতে পরীক্ষা চলাকালে শ্রেণিকক্ষে এমপির নির্বাচনী সভা

ঢাকা, ৭ ডিসেম্বর (জাস্ট নিউজ) : রাজশাহীর তানোর উপজেলার চাপড়া উচ্চবিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলাকালে নির্বাচনী সভা করেছেন স্থানীয় এমপি ওমর ফারুক চৌধুরী।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ওই সভা করেন এমপি।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী। নির্বাচন সামনে রেখে সকালে তানোর পৌর শহরের চাপড়া উচ্চবিদ্যালয় চত্বরে দলীয় নেতা-কর্মী সমবেত হন। সকাল ১০টার দিকে বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে সভা শুরু হয়।

ওই সময় বিদ্যালয়টির অন্য শ্রেণি কক্ষগুলোতে ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শুরু হয়। এছাড়াও পাশেই চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদেরও সমাপনী পরীক্ষা শুরু হয়। নেতা-কর্মীদের উপস্থিতিতে পরীক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খাদেমুন নবী চৌধুরী বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মুণ্ডুমালা পৌরসভার মেয়র গোলাম রাব্বানী বিদ্যালয়ে এমন আয়োজনের প্রতিবাদ জানান।

চাপড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান বলেন, পরীক্ষা চলছিল বিদ্যালয়ের এক পাশের কক্ষে। আর অন্য পাশের আরেকটি শ্রেণীকক্ষে ওই সভা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল্লাহ আল-মামুনের অনুরোধে সভা আয়োজনের অনুমতি দেয়া হয়েছে। বিদ্যালয়ে পরীক্ষা চলছে জেনেই তারা সভা করেছেন বলে দাবি করেন প্রধান শিক্ষক।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, বিদ্যালয় চলাকালীন কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজনের সুযোগ নেই। বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

সভায় অংশ নেয়া উপজেলা যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, বিদ্যালয়টিতে পরীক্ষা চলছিল বিষয়টি আগে থেকে তারা জানতেন না।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বী বলেন, এমন কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

(জাস্ট নিউজ/এমআই/১৩১৩ঘ.)