‘জিয়া সাইবার ফোর্স’র মহাসচিব গ্রেপ্তার

‘জিয়া সাইবার ফোর্স’র মহাসচিব গ্রেপ্তার

ঢাকা, ৭ ডিসেম্বর (জাস্ট নিউজ) : সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে কে এম হারুন অর রশীদ নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটক ব্যক্তি জিয়া সাইবার ফোর্সের মহাসচিব বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার সকালে রাজধানীর পল্টনের গুলিস্তান থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৩ এর সদস্যরা।

র‌্যাব জানায়, র‌্যাব-৩ এর সাইবার মনিটরিং সেল দীর্ঘদিনর ধরে এই গ্রুপটি পর্যবেক্ষণ করছিল। জিয়া সাইবার ফোর্স গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও মনগড়া পোস্ট প্রচার করছে। এতে করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এর আগেও এই গ্রুপের একাধিক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে গুলিস্তান এলাকায় এই গ্রুপের সদস্যরা গোপন বৈঠক করবে।

নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী অপপ্রচার জোরদার করার পরিকল্পনার জন্য ওই বৈঠকটির আয়োজন করা হয়েছিল। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কে এম হারুন উর রশীদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছে র‌্যাব।

(জাস্ট নিউজ/একে/২১৫০ঘ.)