৩ আসনেই নির্বাচন করতে পারবেন খালেদা জিয়া: জ্যেষ্ঠ বিচারপতি

৩ আসনেই নির্বাচন করতে পারবেন খালেদা জিয়া: জ্যেষ্ঠ বিচারপতি

ঢাকা, ১১ ডিসেম্বর (জাস্ট নিউজ) : জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ৩ আসনেই নির্বাচন করতে পারবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনে প্রার্থীতা নিয়ে হাইকোর্ট বেঞ্চ বিভক্ত আদেশ দেওয়া পর তিনি এ কথা বলেন।

আদেশের পর বেগম খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, বেঞ্চের প্রিজাইডিং জজ বেগম খালেদা জিয়াকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে। তবে অপর বিচারপতি দ্বিমত পোষণ করেছেন। এখন নিয়ম অনুসারে আবেদনগুলো প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। তিনি বিষয়গুলো নিষ্পত্তির জন্য অন্য বিচারপতির কাছে পাঠাবেন।

মঙ্গলবার বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বেগম খালেদা জিয়ার মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে রুল জারি করেন। তবে বেঞ্চের অপর বিচারপতি মো. ইকবাল কবির এ আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করেন।

এদিকে সোমবার শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন, ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন এক্সপার্ট মিশনের আইনজ্ঞ ইরিনি মারিয়া গোনারি। শুনানির শুরুতে এজলাস কক্ষের শেষ সারিতে দাঁড়িয়েছিলেন তিনি। পরে আদালত তাকে দেখে বসার ব্যবস্থা করে দিতে বলেন। তখন একটি বেঞ্চে আইনজীবীরা তাদের পাশে বসান গোনারিকে।

কারাগারে থাকা বেগম খালেদা জিয়াকে একাদশ সংসদ নির্বাচনে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসনে প্রার্থী করেছিল বিএনপি। তবে বাছাইয়ের সময় বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে তাও ইসিতে নাকচ হয়ে যায়। তাই হাইকোর্টে আইনি লড়াইয়ে নামেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা।

(জাস্ট নিউজ/এমআই/১২০০ঘ.)