৪ পর্যবেক্ষক সংস্থায় আওয়ামী লীগের আপত্তি

৪ পর্যবেক্ষক সংস্থায় আওয়ামী লীগের আপত্তি

ঢাকা, ১২ ডিসেম্বর (জাস্ট নিউজ) : নিবন্ধিত ১১৮টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার মধ্যে চারটি সংস্থার নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আপত্তি জানিয়েছে আওয়ামী লীগ। ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউন্ডশেন, লাইট হাউজ, মানবাধিকার সমম্বয়ক পরিষদ- এই চারটি সংস্থার বিষয়ে ‘মারাত্মক’ তথ্য আছে বলে দাবি দলটির।

নির্বাচন কমিশনকে এই চারটি সংস্থাকে পর্যবেক্ষণের অনুমতি না দেয়ার দাবি জানিয়েছে আওয়ামী লীগ। আজ নির্বাচন কমিশনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা কমিশনের কাছে এ দাবি জানান। পরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এইচ টি ইমাম বলেন, দেশীয় পর্যবেক্ষক সংস্থার মধ্যে চারটি সংস্থার বিরুদ্ধে মারাত্মক তথ্য আছে। তারা একেবারেই দলীয়। এনজিও ব্যুরো থেকে যখন নিবন্ধ নেয় তখন তো আর বলে না নির্বাচন পর্যবেক্ষণ করবে।

(জাস্ট নিউজ/এমজে/২১৪০ঘ.)