ঐক্যফ্রন্টের ২৫ সদস্যের সমন্বয়ক কমিটি গঠন

ঐক্যফ্রন্টের ২৫ সদস্যের সমন্বয়ক কমিটি গঠন

ঢাকা, ১৬ ডিসেম্বর (জাস্ট নিউজ) : একাদশ জাতীয় নির্বাচন পরিচালনায় ২৫ সদস্যের কমিটি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। এই কমিটি নির্বাচনী প্রচার, কৌশল নির্ধারণসহ সার্বিক দিক দেখভাল করবে। সেইসঙ্গে জোটের শরিকদের সঙ্গে সমন্বয় করবে এ কমিটি।

শনিবার (১৫ ডিসেম্বর) এ কমিটি করা হয় বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের এ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক করা হয়েছে গণফোরাম নেতা অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিককে।

অন্য সমন্বয়করা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, আতাউর রহমান ঢালী, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গোলাম মাওলা চৌধুরী, অ্যাডভোকেট শাহ আহমদ বাদল, আ ও ম শফিউল্লাহ, হাবিবুর রহমান বীরপ্রতীক, নুরুল হুদা মিলু চৌধুরী, মোস্তাক আহমেদ, শহিদুল্লাহ কায়সার, মমিন উল্লাহ, আমিনুল ইসলাম তালুকদার, শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, অধ্যাপক শাহজান সাজু, এলকে চৌধুরী, ড. হেলেনা, আজমিরি বেগম ছন্দা, মোশারফ হোসেন, এমএ ইউনুস, নূরুল আফছা, জাহাঙ্গীর আলম মিন্টু (দফতর) ও লতিফুল বারী হামিম।

(জাস্ট নিউজ/এমআই/১১২৮ঘ.)