নির্বাচনী পরিবেশ দেখে কূটনীতিকরা অসন্তুষ্ট, চিন্তিত: ডা. জাফরউল্লাহ

নির্বাচনী পরিবেশ দেখে কূটনীতিকরা অসন্তুষ্ট, চিন্তিত: ডা. জাফরউল্লাহ

ঢাকা, ১৯ ডিসেম্বর (জাস্ট নিউজ) : নির্বাচনকে সামনে রেখে যে সহিংসতা, মামলা, হামলা হচ্ছে তাতে বিদেশি কূটনীতিকরা সন্তুষ্ট থাকতে পারছেন না বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের ইশতেহার কমিটির প্রধান ডা. জাফরউল্লাহ চৌধুরী।

বুধবার গুলশানের এক অভিজাত হোটেলে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাফরউল্লাহ বলেন, আমাদের উপর যে হামলা হচ্ছে, প্রার্থীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে এসব বিষয়ে আমরা তাদের কাছে সঠিক তথ্য তুলে ধরেছি। তারা এই পরিস্থিতিতে সন্তুষ্ট থাকতে পারছেন না। যদিও তারা কোনো মন্তব্য করেননি। কিন্তু তারা এ বিষয়ে চিন্তিত।

তিনি বলেন, ২০ ডিসেম্বর থেকে সেনাবাহিনী টহল দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। তারা বলেছিল ১৫ ডিসেম্বর সেনাবাহিনী মোতায়েন করবে। এখন বলছে ২৪ ডিসেম্বর। আমরা দাবি করছি ২০ ডিসেম্বর নামানোর জন্য। তাহলে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হবে।

ডা. জাফরুল্লাহ আরো বলেন, নির্বাচনের জন্য আমরা আছি। আমি এর আগে কোনো নির্বাচনে দেখিনি পুলিশ এভাবে হয়রানি করে। কমিশন অন্ধের ভূমিকা রাখছে। তিনি অপারগ।

(জাস্ট নিউজ/একে/১৯১৮ঘ.)