বিএনপির প্রার্থী নীরবসহ ৩৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিএনপির প্রার্থী নীরবসহ ৩৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা, ২০ ডিসেম্বর (জাস্ট নিউজ) : পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ‘সংঘর্ষের’ ঘটনায় করা মামলায় ঢাকা-১২ আসনের বিএনপির প্রার্থী ও যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবসহ ৩৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী এ আদেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদ হোসেন গণমাধ্যমকে জানান, আজ এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে।

নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ১৯ ডিসেম্বর পুরান ঢাকার বিশেষ আদালতে বেগম খালেদা জিয়া হাজিরা দিয়ে হাইকোর্ট মাজারের সামনে এলে দলের নেতাকর্মীরা বিক্ষোভ করতে চান। এ সময় পুলিশ তাদের বাধা দিলে বিএনপির নেতাকর্মীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে।

এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জমসেদুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর গত বছরের ১৫ ডিসেম্বর বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নেতা নবী উল্লাহ নবীসহ ৭১ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন শাহবাগ থানার এসআই রমজান আলী।

(জাস্ট নিউজ/একে/১৯২৫ঘ.)