পুলিশের জোরে কেউ জয়ী হয়নি, পরাজিতই হয়েছে : কাদের সিদ্দিকী

পুলিশের জোরে কেউ জয়ী হয়নি, পরাজিতই হয়েছে : কাদের সিদ্দিকী

ময়মনসিংহ, ২১ ডিসেম্বর (জাস্ট নিউজ) : এ দেশের স্বাধীনতা এসেছে গণতন্ত্রের জন্য। এবারের ধানের শীষ ডা. কামালের ধানের শীষ, এবারের ধানের শীষ ঐক্যফ্রন্টের ধানের শীষ, ধানের শীষ মার্কা গণতন্ত্র রক্ষার মার্কা। পুলিশের জোরে কেউ জয়ী হয়নি, পরাজিতই হয়েছে। আগামী ৩০ তারিখ নির্বাচনের দিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রকে রক্ষা করুন। ধানের শীষে ভোট দিয়ে নমরুদ, ফেরাউনদের দেশ থেকে বিদায় করুন।

শুক্রবার বিকালে ময়নসিংহের ভালুকা উপজেলা ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়ার আকালিয়া বিট অফিস সংলগ্ন মাঠে ভালুকার ঐক্যফ্রন্টের প্রার্থী ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চুর নির্বাচনী কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষক-শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এ কথা গুলো বলেন।

ভালুকা উপজেলা বিএনপির সভাপতি ও ঐক্যফ্রন্ট প্রার্থী ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চুর সভাপতিত্বে এ ছাড়াও কর্মী সভায় বক্তব্য রাখেন, সখিপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ হাবিবুর রহমান হাবি, সাবেক সংসদ সদস্য নূর জাহান ইয়াছমিন বুলবুল, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোর্শেদ আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ হামিদ কারী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাস্টার, আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান এমরান, মনিরুজ্জামান মনির ও উসমান গণি মল্লিক মাখন।

ঐক্যফ্রন্ট নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী আরো বলেন, এ বাংলার মানুষের গণতন্ত্র টিকিয়ে রাখতে এবার ধানের শীষ প্রতীক নিয়েছি। জেল জুলুমকে ভয় পাবেন না, জেলখানা মানুষের জন্য। স্বৈরাচার ও জুলুম কারীদের যদি পতন না হতো তাহলে এখনো ইয়াহিয়া ও আইয়ুব খানরা টিকে থাকতো। ভোট রক্ষার কথা বলে তিনি আরো বলেন, আমার পকেটের টাকা ও ঘরের স্ত্রীকে কেউ নিতে দিবো? তাহলে ভোট কেন অন্যকে নিতে দিবেন? তাই বলি আপনার ভোট আপনাকেই রক্ষা করতে হবে। কেউ যদি ভোট লুট করতে আসে তাহলে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিবেন।

(জাস্ট নিউজ/একে/২১৩৮ঘ.)