উঠান বৈঠকে হামলা, রক্তাক্ত বিএনপির প্রার্থী মেজর আখতারুজ্জামান

উঠান বৈঠকে হামলা, রক্তাক্ত বিএনপির প্রার্থী মেজর আখতারুজ্জামান

ঢাকা, ২৫ ডিসেম্বর (জাস্ট নিউজ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ হামলায় রক্তাক্ত জখম হয়েছেন ধানের শীষের এই প্রার্থী।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় কটিয়াদী উপজেলার বীর নোয়াকান্দি গ্রামে উঠান বৈঠকে এ হামলা হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আখতারুজ্জামানের ছেলে হাবিবুজ্জামান রনিসহ অন্তত তিনজনকে আটক করেছে পুলিশ।

আখতারুজ্জামানের অভিযোগ, নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে রাতে তিনি উঠান বৈঠক করছিলেন। এ সময় তার কর্মী-সমর্থকদের ওপর সাদা পোশাকে পুলিশ এসে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

কটিয়াদী থানার ওসি শামসুদ্দিনের ভাষ্য- নোয়াকান্দি গ্রামে আওয়ামী-লীগ বিএনপির মধ্যে সংঘর্ষ হচ্ছে, এমন খবরে পুলিশ সেখানে গেলে বিএনপির কর্মীরা হামলা চালায়। এতে তিন এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(জাস্ট নিউজ/এমজে/১৪০০ঘ.)