দিনাজপুরে ধানের শীষের প্রচারণায় আ’লীগের হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ, আহত ১০

দিনাজপুরে ধানের শীষের প্রচারণায় আ’লীগের হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ, আহত ১০

দিনাজপুর, ২৫ ডিসেম্বর (জাস্ট নিউজ) : দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ধানের শীষ প্রতীকের জামায়াতের প্রার্থী মাওলানা মোহাম্মদ হানিফের নির্বাচনী প্রচারণায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে, কমপক্ষে ১০ জন। ৩টি মোটর সাইকেলে অগ্নিযোগ করা হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নের চৌদ্দহাট কালীবাজার আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ধানের শীষ প্রতীকের প্রার্থী মাওলানা মোহাম্মদ হানিফের। তার অভিযোগ, নির্বাচনী প্রচারণার সময় হঠাৎ হামলা চালায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় ধানের শীষ প্রতীকের ১০ নেতা-কর্মীকে আটক করে রাখে তারা। পরে পুলিশ তাদের উদ্ধার করে।

এ বিষয়ে উপজেলা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন মাওলানা মোহাম্মদ হানিফ। তবে এই হামলার ঘটনা অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থী এমপি মনোরঞ্জনশীল গোপাল।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) শাকিলা পারভীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের জেলায় নির্বাচনী মিডিয়া সেল রয়েছে। সেখান থেকে জেনে নিন। আমাদের বলা নিষেধ আছে।

(জাস্ট নিউজ/একে/১৯৫২ঘ.)