বিএনপির স্থায়ী কমিটি ও ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক চলছে

বিএনপির স্থায়ী কমিটি ও ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক চলছে

ঢাকা, ২৫ ডিসেম্বর (জাস্ট নিউজ) : প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) আচরণে অসন্তুষ্ট হয়ে বৈঠক বর্জনের পর পরবর্তী করণীয় ঠিক করতে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

ঐক্যফ্রন্টের মিডিয়া প্রধাম ড. মোহাম্মদ মেহেদী মাসুদ জানান, এ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচন নিয়ে জোটটির পরবর্তী কর্মসূচি।

এর আগে মঙ্গলবার মঙ্গলবার দুপুর ১২টার দিকে ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের শীর্ষ ১০ নেতা সিইসি কে এম নূরুল হুদাসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসে। এর দেড় ঘণ্টার মধ্যে তারা বৈঠক বয়কট করে বেরিয়ে আসেন। পরে দল ও ফ্রন্টের জরুরি বৈঠক ডাকা হয়।

(জাস্ট নিউজ/একে/২০১৫ঘ.)