জানোয়ার নয়, পুলিশের প্রশংসাও করেছি : ড. কামাল হোসেন

জানোয়ার নয়, পুলিশের প্রশংসাও করেছি : ড. কামাল হোসেন

ঢাকা, ২৬ ডিসেম্বর (জাস্ট নিউজ) : পুলিশকে ওই অর্থে জানোয়ার বলেননি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সংবিধান প্রণেতা, গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তিনি বলেন, পুলিশকে ওই অর্থে জানোয়ার বলেনি। তারা মানুষ হিসেবে ভূমিকা রাখবে, আমরা সেটা আশা করি। বলেছি, পুলিশ নিরপেক্ষ ভূমিকা রাখবে। আমরা তো পুলিশের প্রশংসাও করেছি।

বুধবার দুপুরে মতিঝিলে নিজের চেম্বারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘পুলিশকে আমি খুব মূল্য দেই, তারা শক্ত ভূমিকা রাখবে তাই আমরা আশা করি। আমার এমন কোনো বক্তৃতা পাবেন না যেখানে আমি পুলিশের প্রশংসা করিনি। পুলিশের যে ইতিহাস ও ঐতিহ্য আমরা ধরে নিচ্ছি তারা সংবিধানের পক্ষে কাজ করবে।’

পুলিশের প্রশংসা করে ড. কামাল হোসেন আরো বলেন, ‘আমার বাসা রাজারবাগ। ২৫ মার্চ রাতে আমি দেখেছি রাজারবাগ পুলিশ লাইন থেকে জয় বাংলা রণধ্বনিতে পুলিশ কীভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে।’

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘পুলিশ কর্মকর্তারা আমাকে বলেছেন, তারা আমার নিরাপত্তার ব্যাপারে খুবই উদ্বিগ্ন। কোনো কিছু প্রয়োজন হলে চেম্বারে ও বাসায় তারা ব্যবস্থা নেবে। দরকার হলে গাড়ির সঙ্গেও নিরাপত্তা দেবে। এ ছাড়া কিছু বলেনি।’ তিনি বলেন, ডিএমপি কমিশনারের আসার কথা থাকলেও কাজে আটকা পড়ায় এবং যানজটের কারণে আসতে পারেননি বলে দুঃখপ্রকাশ করেছেন।

এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, সরকারের কার্যকলাপে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা আছে। তারপরও শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকতে হবে। ওরা যেন না বলতে পারে যে সরে গেছে। এটা আমাদের অধিকার। আমরা কেন সরে যাব? শেষ পর্যন্ত যদি অসম্ভব করে দেয়, তখন মানুষ দেখবে।’

এদিকে সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের ডিসি আনোয়ার হোসেন বলেন, ‘নিয়মিত দায়িত্বের (রেগুলার ডিউটি) অংশ হিসেবে আমরা এসেছি। ওনার নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিরাপত্তা নিয়ে কামাল হোসেনের কোনো পর্যবেক্ষণ (অবজারভেশন) আছে কিনা, এসব নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।’

(জাস্ট নিউজ/একে/১৭২৭ঘ.)