চাপিয়ে দেওয়া ফল মেনে নেবে না বিএনপি: মির্জা আলমগীর

চাপিয়ে দেওয়া ফল মেনে নেবে না বিএনপি: মির্জা আলমগীর

ঠাকুরগাঁও, ২৯ ডিসেম্বর (জাস্ট নিউজ) : প্রশাসন এখনো নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘প্রশাসনকে বলেও লাভ হচ্ছে না। নেতাকর্মীদের হাত-পা বেঁধে রেখে নির্বাচন করা উদ্বেগজনক। নির্বাচনের চাপিয়ে দেওয়া ফল বিএনপি মেনে নেবে না।’

শনিবার রাতে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ীর নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা আলমগীর অভিযোগ করেন, ‘ভোট শুরু হওয়ার আগেই আলাদা ব্যালট বাক্স রাখা হবে। সেখানে সিল মারা ব্যালট বোঝাই থাকবে। গণনা করার আগেই তা মিশিয়ে গণনা করা হবে। এই ধরনের নির্বাচন কেন? বললেই হয় আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকবে। এসব নাটকের কোনো প্রয়োজন নেই।’

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র আরো বলেন, ‘ইতোমধ্যে এই নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। ফল কী হবে, সেটা বোঝাই যায়। তারপরও জনগণের ওপর আস্থা আছে। তারা ভোট দিতে আসবেন, একটা পরিবর্তন হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘নিজ নিবার্চনী আসন ঠাকুরগাঁও-১ এসএন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে সকাল ৮টায় ভোট দেবেন।’

(জাস্ট নিউজ/একে/২৩১১ঘ.)