ঢাকা-১৪: ৬৬ কেন্দ্রের পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ

ঢাকা-১৪: ৬৬ কেন্দ্রের পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ

ঢাকা, ৩০ ডিসেম্বর (জাস্ট নিউজ) : ঢাকা-১৪ আসনের ১৬৩টি কেন্দ্রের ৬৬টি থেকে পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

কয়েকটি কেন্দ্রের গোপন কক্ষের কাপড় খুলে নেয়া হয়েছে, যাতে কোনো প্রতীকে ভোট দেয়া হয়েছে, সেটা শনাক্ত করা যায়।

ধানের শীষে সিল মারা কয়েকজন ভোটারকে মারধর করা হয়েছে।

এ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী এস এ সিদ্দিক সাজুর প্রধান নির্বাচন সমন্বয়কারী সাইদুল ইসলাম সাইদুল বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরপুর-শাহ আলী ও দারুস সালাম এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৪ আসনে টানা দুই মেয়াদের সাংসদ আওয়ামী লীগ নেতা আসলামুল হক আসলাম।

অপরদিকে ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির প্রভাবশালী নেতা এস এ খালেকের ছেলে এস এ সিদ্দিক সাজু।

সারা দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তিনশ’ আসনের মধ্যে ২৯৯টিতে রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।

(জাস্ট নিউজ/এমজে/৯৩০ঘ.)